শনিবার, ২০২৫ মে ০৩, ১৯ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

মাদ্রাসার পেছন থেকে রক্তাক্ত ছাত্রের মরদেহ উদ্ধার(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ মার্চ ০৮, ০২:৫৯ অপরাহ্ন
#

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার পিলখানা এলাকার মাদ্রাসার পেছন থেকে মো. আরমান হোসেন (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় আলী বিন আলী মাদ্রাসার পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
 

আরমানের বাবা জানান, মাদ্রাসার ছাদে খেলাধুলা করার কোন ব্যবস্থা নেই। তিনি অভিযোগ করেন তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
 

এ দিকে আরমান যৌন হয়রানির বিষয় তার পরিবারকে জানিয়ে দিবে বলেই  আরমানকে ভয় দেখানো হয়েছে বলে দাবি করেন স্বজনরা।
 

তবে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী আব্দুল মান্নান জানান আরমানকে কোন নির্যাতন করা হয়নি।
 

সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই মাধ্যমে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির।


 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video