নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : রবিবার, ২০২১ মার্চ ২৮, ০৪:০৮ অপরাহ্ন
#
আবিরের রঙে পাল্টে গেছে শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে আবাল বৃদ্ধের চেহারা। মনের আনন্দে রঙের বর্ণছটায় নিজেকে বিলিয়ে দিয়েছে সবাই।
বসন্তের হাওয়ায় রঙিন মুখগুলো যেন আনন্দঘন তুলেছে নগরকে।
রোববার (২৮ মার্চ) নগরের বিভিন্ন এলাকায় ছিল এমনই চিত্র। রঙের ছড়াছড়ি এভাবেই জানান দেয় দোল উৎসবের কথা।
গানের তালে তালে একে অপরের গায়ে রঙ ছিটিয়ে আনন্দে মেতে ওঠে হাজারী লেইন, পাথরঘাটা জেলেপাড়া, গোসাইলডাঙ্গা, কাট্টলী, এনায়েত বাজারসহ বিভিন্ন হিন্দু অধ্যুষিত এলাকা। সকাল থেকে বিভিন্ন মন্দিরে রাধাকৃষ্ণকে আবির দেওয়ার পাশাপাশি নিজেরাও আবিরের রঙে রঙিন হয়েছেন।
দোল বা হোলি উৎসবে অংশ নেওয়া পাথরঘাটার সুমন দাস বলেন, এ উৎসব এখন আর শুধু হিন্দু বৈষ্ণব বা হিন্দু ধর্মাবলম্বীদের একক অনুষ্ঠান নয়। এটি এখন সর্বজনীন উৎসব।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবীর ও গুলাল নিয়ে গোপ-গোপীদের সঙ্গে রঙ খেলায় মেতেছিলেন। আর সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়।
মন্তব্য করুন