রেলে জায়গায় দোকান স্থাপন করায় প্রতিপক্ষের হামলায় মো. ফরিদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৭ মে) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান সিএমপি ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার আরিফ হোসেন।
তিনি বলেন, নিহত ফরিদ পাহাড়তলী বাজারে একটি কার ওয়াশের দোকান দেন। দোকানটি রেলের জায়গার ওপর স্থাপন করা হয়েছে দাবি করে বিরোধীপক্ষ চাঁদা চেয়েছিল। এ নিয়ে শনিবার রাত সাড়ে এগারোটার ফরিদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফরিদকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তার স্ত্রী নাহিদা আক্তারসহ স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
তিনি বলেন, ফরিদ আই ডব্লিউ কলোনির ফাতেমার ভাড়া বাড়ির বাসিন্দা। তার পিতার নাম জাফর আহমেদ। থানায় কোনো অভিযোগও আসেনি। এজাহার পেলে পুরো বিষয়টি জানা যাবে।
মন্তব্য করুন