চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ পশ্চিম কলাউজানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এক্সক্যাভেটরটি জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা ।
তিনি জানান, উপজেলার কলাউজানের ২নং ওয়ার্ড এলাকায় অবৈধভাবে একটি প্রভাবশালী চক্র কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে অভিযানে গেলে তাদের উপস্থিতিতি টের পেয়ে মাটি খেখোরা পালিয়ে যায়। পরে মাটি কাটার স্থান থেকে
একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়। মাটি, বালু খেখোদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানকালে উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী,ইউপি সদস্য মুহাম্মদ আবদুর রহিম,থানা পুলিশের কর্মকর্তা, আনসার সদস্য ও ভূমি অফিসের নয়ন দাশ উপস্হিত ছিলেন।
মন্তব্য করুন