সাতকনিয়া উপজেলার পুরানগড়ে প্রান্তিক এক কৃষকের জমির ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা।
শনিবার (২৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরী জনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানগুলো কেটে পুরানগড় ইউনিয়নের কৃষক বাচা মিয়ার ঘরে পৌঁছে দেন। এতে খুশি ওই কৃষক।
এ কর্মসূচিতে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা নাজিমুস সাকিব, মুহাম্মদ সিফাত, আজিমুল ইসলাম, হুমায়ুন রাসেল, ফয়সাল, সুমন, কনিক সহ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
কৃষক বাচা মিয়া জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা জমির ধানগুলো কেটে ঘরে পৌঁছে দিয়ে আমার অনেক উপকার করেছে। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি হয়েছি। সবার জন্য দোয়া করছি।
তিনি আরো জানান, ধান কাটা খুব জরুরী হয়ে পড়েছিলো এই মুহুর্তে। দল বেধেঁ আমার ধান কেটে ঘরে পৌঁছে দেয় তারা। ধান কাটতে অনেক টাকা লাগবো সেটি বেঁচে গেল।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরী জনি জানান, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশের ছাত্রলীগের নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে।
গতবারও ধান কাটা নিয়ে সমস্যায় পড়েছিলেন কৃষক, তখনও আমরা কৃষকেত পাশে ছিলাম। কৃষকের পাশে থেকে তাদের ধান কেটে ঘরে তোলে দিতে পেরে আমরা আনন্দিত। জাতির সকল সংকটকালীন সময়ে ছাত্রলীগ জনগণের পাশে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে গত বছরের মতো এবারও দেশের সব জেলায় গরিব ও অসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে এই সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন