পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দক্ষিণ বাকলিয়ায় গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন এর পক্ষ থেকে সাবেক ছাত্রলীগ নেতা ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃশরীফ হোছাইন এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক মোঃজুয়েল,চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন রিফাত,১৯ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আকিব আবরার,বোরহান উদ্দিন,মোঃওয়াসিম সম্রাট, এনামুল হক,মোঃফয়াসাল, যুবলীগ নেতা মোঃ শুক্কুর সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় ঈদ-উল-ফিতর উপলক্ষে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।

ঈদবস্ত্র বিতরণকালে মোঃশরীফ হোছাইন জানান, করোনার কারনে কর্মহীন হয়ে যারা খুব অর্থ কষ্টে আছেন, তাদের মুখে সামন্য হলেও যেন হাঁসি ফোটে এই প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এসব গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে করোনার এই মহামারির সময়ে সমাজের বিত্তবানদের প্রত্যেকের উচিত অসহায় এসব মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দিকে যথাসম্ভব সাহায্য সহযোগীতার হাত প্রসারিত করা।
মন্তব্য করুন