কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সোয়া ১০ টায় প্রথম দিনে সাক্ষ্য দেওয়া মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ ৩ আসামির মুলতবী জেরা দিয়ে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল।
মুলতবী জেরার এসব আসামি হলেন—টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও এএসআই লিটন মিয়া।
এর আগে, সোমবার (২৩ আগস্ট) প্রথম দিনে মামলার ১৫ আসামির মধ্যে ১২ জনের আইনজীবীরা সাক্ষীকে জেরা সম্পন্ন করে।
এদিকে, সকাল পৌনে ১০টায় কক্সবাজার জেলা কারাগার থেকে একটি প্রিজন ভ্যানযোগে ১৫ আসামিকে কড়া পুলিশ পাহারায় আদালতে নেওয়া হয়।
আদালতের পিপি ফরিদুল বলেন, সিনহা হত্যা মামলার বিচার শুরুর প্রথম দিনে সাক্ষ্য দেয়া বাদীকে বাকি থাকা ৩ আসামির মুলতবী জেরা দিয়ে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এরপর সমন জারি করা অন্য আসামিদের সাক্ষ্য নেওয়া হবে।
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, ‘প্রথম দিনে শুধু মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য নেওয়া সম্ভব হয়েছে। যদিও আরও দুইজন সাক্ষী আদালতে উপস্থিত ছিল। প্রথম দফায় তিনদিনের এ সাক্ষ্যগ্রহণ বুধবার পর্যন্ত চলবে। এতে সাক্ষ্যদানের জন্য ১৫ জন আসামিকে আদালত সমন জারি করেছে।’
গত ৩১ আগস্ট রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় গত ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় লিয়াকত আলীকে। আদালত মামলাটি আমলে নিয়ে র্যাবকে তদন্তের দায়িত্ব দেয়।
পরে গতবছর ১৩ ডিসেম্বর র্যাবের তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে ১৫ জনকে অভিযুক্ত করে আসামি দেখানো হয়। এরপর গত ২৭ জুন আদালত ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদেশ দেন।
গত ২৬ থেকে ২৮ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে লকডাউন থাকায় তা পিছিয়ে যায়। পরে সবশেষ ১৬ আগস্ট স্বপ্রণোদিত হয়ে ২৩ থেকে ২৫ আগস্ট সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করে আদেশ দেন আদালত।
মন্তব্য করুন