সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক চালকের মৃত্যু হয়েছে। এসময় পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়ামতল ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চালক নুরুল আফসার (৪৫) চকরিয়ার শাহ আলমের ছেলে।
বার আউলিয়া থানার ইনচার্জ নাজমুল হক জানান, সিলেট থেকে নোহা মাইক্রোবাস যাত্রী নিয়ে চট্টগ্রামে আসার পথে ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা দেয় দ্রুতগতির মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নুরুল আফসারের মৃত্যু হয়। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আহত পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মন্তব্য করুন