স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের হল খোলার দাবি (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : সোমবার, ২০২১ মে ২৪, ০২:৪০ অপরাহ্ন
#
স্বাস্থ্যবিধি মেনে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের হল খোলার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২৪ মে) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের প্রাঙ্গণে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
কর্মসূচি পালনকালে শতাধিক শিক্ষার্থীরা দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন প্রেসক্লাব এলাকা। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়সহ স্বাস্থ্যসুরক্ষা মেনে দ্রুত সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।
পরে মহানগর পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করান। মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম, কুমিল্লা ফেনী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে এর শতাধিক সাধারণ শিক্ষার্থীরা।
https://www.youtube.com/watch?v=84wzCR5G3Vk
মন্তব্য করুন