মঙ্গলবার, ২০২৫ মে ১৩, ৩০ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

হালিশহরে গোডাউন বাজারে আগুন


প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ নভেম্বর ০৯, ১০:০৪ পূর্বাহ্ন
#

চট্টগ্রাম নগরীর হালিশহর গোডাউন বাজারের একটি বিপণিকেন্দ্রে আগুন লেগেছে। 

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়।


ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের ৮টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে। অনেক দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাওয়ায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ টুয়েন্টিফোর টিভিকে  জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আগ্রাবাদ স্টেশনের ৬টি ও বন্দর স্টেশনের ২টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।


 
তিনি জানান, আগুনে একটি বিপণিকেন্দ্রের সেমিপাকা বেশ কিছু দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত ও হিসাব করে জানাতে পারব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video