মাস্টারদা সূর্য সেনের আত্মত্যাগ চিরদিন স্বাধীনতাকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে রাউজানের মাস্টারদা সূর্য সেন স্মৃতি পাঠাগার পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, রাউজান পৌর সভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান মাস্টারদা সূর্য সেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিত।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পাঠাগারের পরিদর্শন বইতে লেখেন-
‘অদ্য ইংরেজবিরোধী আন্দোলনের একজন অগ্নিসন্তান মাস্টারদা সূর্য সেনের স্মৃতি বিজড়িত পাঠাগারে শ্রদ্ধা নিবেদন করতে পেরে অত্যন্ত আনন্দিত।
এই বিপ্লবী মহাপুরুষ তৎকালে ইংরেজ শাসক ও শোষকদের এদেশ থেকে বিতাড়িত করার জন্য জীবনকে বাজি রেখে আন্দোলন করে এবং সশস্ত্রভাবে যুদ্ধ করে জীবন উৎসর্গ করে সারা ভারতবাসীকে স্বাধীনতার জন্য উজ্জীবিত ও অনুপ্রাণিত করে গেছেন। তাঁর আত্মত্যাগ চিরদিন স্বাধীনতাকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ’
মন্তব্য করুন