শুক্রবার, ২০২৫ এপ্রিল ২৫, ১২ বৈশাখ ১৪৩২
#
রাজনীতি রাজনীতি

বিদ্রোহ ঠেকাতে হিমশিম আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ১৫, ১০:৫৬ পূর্বাহ্ন
#
স্বতন্ত্র প্রার্থী হবার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা। এজন্য প্রতীক বাদ দিয়ে ইউপি নির্বাচনের কথাও বলেছিলেন শীর্ষ অনেক নেতাই। কিন্তু দলীয় নীতি-নির্ধারকরা বলছেন, প্রতীকবিহীন নির্বাচন করতে হলে আইন পরিবর্তন করতে হবে যা এখন সম্ভব নয়।
স্থানীয় নির্বাচনে নিজ দলেও বিদ্রোহী প্রার্থী ঠেকাতে গেল পৌর নির্বাচনে বেশ কঠিন ভূমিকা নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারপরও বেশিরভাগ পৌরসভায় নৌকার প্রতিদ্বন্দ্বিতা হয় নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর সাথে। দলীয় নেতাদের এই প্রবণতা চিন্তার ভাঁজ একে দেয়, কেন্দ্রীয় নেতাদের কপালে। আইন সংশোধন ছাড়া প্রতীকবিহীন স্থানীয় নির্বাচন আপাতত সম্ভব নয়; তাই স্থানীয় নেতাদের বিদ্রোহ রুখতে এবার আরো কঠোর হবে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, কোন্দল ঠেকাতে তৃণমূলে সম্মেলন করে দলকে আরো শক্তিশালী করা হবে। তাদের প্রত্যাশা, দলীয় প্রতিযোগিতার মধ্যেও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সফলতার মুখ দেখবে আওয়ামী লীগ। ২৪ টিভি/এডি
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video