অনেকেই খরচের ভয়ে বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে পড়েন। তবে এই ভয়কেই জয় করতে ইতালি নিয়েছে এক অভিনব পন্থা। বিয়ের অনুষ্ঠান রোমে হোক বা কোনো প্রাসাদে কিংবা সমুদ্রসৈকতে–শুধু বিয়ে করার পুরস্কারস্বরূপই নবদম্পতিকে ২ হাজার ইউরো দেবে ইতালির লাজিও অঞ্চল কর্তৃপক্ষ!
লাজিও অঞ্চলে বিয়ে করলেই আপনি পেয়ে যাবেন বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯৩ হাজার টাকা। জানা গেছে, করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত বিবাহ খাতকে আগের গতিতে ফিরিয়ে আনার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা।
‘ইন লাজিও উইথ লাভ’ নামের এই উদ্যোগটি সব ইতালীয় ও বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যারাই লাজিওতে বিয়ে করবেন, তারা এ সুবিধা পাবেন। যুগলরা সর্বোচ্চ ৫টি রিসিপ্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ করা হলে তারা ২ হাজার ডলার ফেরত পাবেন।
লাজিওতে বিবাহসংক্রান্ত ব্যয়, ফটোগ্রাফার, ফুল, ক্যাটারিং সেবা, বিয়ের পোশাক মিলিয়ে যে খরচ তাদের হয়েছে, সেটি পুষিয়ে দেওয়া হবে এই টাকার মাধ্যমে।
অভিনব এ উদ্যোগের জন্য ১০ মিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে লাজিও অঞ্চল কর্তৃপক্ষ। তহবিল যদি শেষ না হয়ে যায়, তাহলে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত এই অর্থসহায়তার জন্য আবেদন করতে পারবেন দম্পতিরা। মহামারি শুরুর পর থেকে লাজিওতে এখন পর্যন্ত ৯ হাজার জুটি বিয়ে সেরেছে; যেখানে ২০১৯ সালেও এ অঞ্চলের বিয়ের সংখ্যা ছিল ১৫ হাজার।
মন্তব্য করুন