রবিবার, ২০২৫ মে ০৪, ২০ বৈশাখ ১৪৩২
#
লাইফস্টাইল লাইফস্টাইল

‘মৃত’ মানুষের গ্রাম!

ফিচার ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ ফেব্রুয়ারী ২০, ১২:৫৯ অপরাহ্ন
#

রূপ-বৈচিত্র্যে অনন্য একটি গ্রাম। তবে মানুষের জন্য বসবাস উপযোগী নয়। গ্রামটি রাশিয়ার উত্তর ওসেটিয়ার দারগাভস।

পর্যটকরা গ্রামটির প্রতি তীব্র আকর্ষণ বোধ করলেও গ্রামটির সৌন্দর্যের মায়াজালে জড়িয়ে আছে মৃত মানবকুল। রাশিয়ার নির্জন একটি গ্রাম।

গ্রামটি মৃতের শহর বলেও পরিচিত। উঁচু পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা গ্রামটিতে সাদা পাথরের প্রায় ৯৯টি সেলার রয়েছে। যেখানে স্থানীয়রা তাদের পরিবারের মৃতদেহগুলো সমাহিত করেন। সমাধি সৌধগুলো নির্মিত হয় ১৬ শতকে।

গ্রামটি দুইটি পাহাড়ের মাঝবর্তী স্থানে অবস্থিত। সেখানে পৌঁছাতে সময় লাগে ৩ ঘণ্টা। গ্রামটিতে যে সমাধিগুলো আছে তার কাছেই নৌকা পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।

নৌকা রাখার পেছনে স্থানীয়দের বিশ্বাস এই নৌকা স্বর্গে নিয়ে যেতে পারে আত্মার। এছাড়া প্রত্নতাত্ত্বিকরা সেখানকার সমাধির সামনে থেকে একটি কূপও আবিষ্কার করেছেন। যেখানে মৃতের স্বজনরা সমাধি দেওয়ার পর মুদ্রা রেখে দেন।

মুদ্রা ফেলে দেওয়ার সময় পাথরের সঙ্গে সংঘর্ষ হয়ে শব্দ হলে স্থানীয়রা বিশ্বাস করেন মৃত ব্যক্তির আত্মা স্বর্গে পৌঁছে গেছে।

১৭ থেকে ১৮  শতকের দিকে প্লেগ মহামারির সময় মৃত এই শহরটির ছোট ছোট সেলগুলোয় রোগীরা আশ্রয় নিয়েছিলেন। আশ্রয়রত অবস্থাতেই সেসব লোকের মৃত্যু ঘটেছিল। সে থেকেই গ্রামটির নামকরণ হয়ে যায় মৃতের শহর নামে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video