বুধবার, ২০২৫ মে ১৪, ৩১ বৈশাখ ১৪৩২
#
আদালত আদালত

আদালতের অনুমতি ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তি জব্দের এখতিয়ার নেই দুদকের

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ আগস্ট ২৬, ০১:৫৫ অপরাহ্ন
#

আদালতের অনুমতি ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) কারো ব্যাংক অ্যাকাউন্ট বা সম্পত্তি জব্দ করতে পারবে না বলে হাইকোর্টের এক পর্যবেক্ষণে বলা হয়েছে।

বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার পূর্ণ রায় প্রকাশের পর এই পর্যবেক্ষণ দিয়েছেন।

উচ্চ আদালত বলেছেন, ২০০৭ সালের দুর্নীতি দমন কমিশনের রুলে সংস্থাটির কোনো তদন্ত কর্মকর্তা বা অন্য কোনো কর্মকর্তাকে কারো সম্পত্তি জব্দ করার ক্ষমতা দেওয়া হয়নি।

এর আগে গত ২৭ জুন এই বেঞ্চ দুদকের এক তদন্ত কর্মকর্তা কক্সবাজারের ফার্মেসি ব্যবসায়ী বেলায়েত হোসেনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিলে তা অবৈধ ঘোষণা দিয়ে সংক্ষিপ্ত রায় দেন।

সেই সংক্ষিপ্ত রায়ে বলা হয়, কোনো দুদক কর্মকর্তা কারো ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিতে পারেন না। এ বিষয়ে একজন জ্যেষ্ঠ বিচারকের বা বিশেষ বিচারকের আদালতের অনুমতি লাগবে।


মন্তব্য করুন

আরও খবর

Video