দিনকয়েক আগেই ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনার একটি ভিডিও চিত্র। এবার ফিফার টুইটে জায়গা পেল বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের উল্লাসের ছবিও। সোমবার (২৮ নভেম্বর) ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচ দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় উপভোগ করেছেন ফুটবলভক্তরা। সেই সব ছবিই ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।
ফুটবলের বিশ্বকাপে বাংলাদেশ কখনো খেলার যোগ্যতা অর্জন না করলেও ফুটবল উন্মাদনায় মোটেই পিছিয়ে নেই বাংলাদেশিরা। বিশেষ করে বিশ্বকাপের মৌসুমে এই উন্মাদনা তো কখনো কখনো ছাড়িয়ে যায় মাত্রাও। বাংলাদেশ দল না থাকলেও লাতিন ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে বলতে গেলে দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে গোটা দেশ।
দেশের মানুষের ফুটবলীয় উল্লাস আরও বাড়িয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখার সুযোগ করে দেওয়ায়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নারী-পুরুষ নির্বিশেষে রাত জেগে খেলা দেখার ধুম পড়েছে। তেমনই একটি ভিডিও সম্প্রতি নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছিল ফিফা। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির গোল উদযাপনে সমর্থকদের উল্লাসের সেই ভিডিও চিত্রটি ছিল ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্যাম্পাসের।
সেই ভিডিওর ক্যাপশন হিসেবে লেখা হয়েছিল, 'এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদ্যাপন করছেন।'
ফিফার টুইটারে ফের জায়গা পেয়েছে বাংলাদেশ। এবার তারা টুইট করেছে বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের বাঁধভাঙা উল্লাসের ছবি। ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের নানা জায়গায় সমবেত হয়েছিল অসংখ্য মানুষ। তাদের উল্লাসরত কয়েকটি ছবি ফিফা পোস্ট করেছে তাদের অফিসিয়াল টুইটারে। সে টুইটে তারা লিখেছে, 'ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এত একত্র করতে পারে না।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থা করা হয়েছে বড় পর্দায় খেলা দেখার। প্রিয় দলের খেলা দেখতে সেসব জায়গায় প্রতিদিন হাজির হয় অসংখ্য মানুষ। বিশেষ করে, ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ থাকলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে হাতে বাঁশি, পতাকা কিংবা ভুভুজেলা নিয়ে মাঠ মাতিয়ে রাখে তারা।
ব্রাজিল সমর্থকরা টানা দুই ম্যাচ নিতে শেষ ষোলো নিশ্চিত করার আনন্দ নিয়ে বাড়ি ফিরেছে গতকাল। তবে শঙ্কায় আছে আর্জেন্টিনা সমর্থকরা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় বাদ পড়ার শঙ্কায় আছে লিওনেল মেসির দল। শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয় পেতেই হবে তাদের।
মন্তব্য করুন