শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
খেলা খেলা

ডিপিএল দেখা যাবে টিভিতে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ Jun ১৫, ০৫:১০ অপরাহ্ন
#
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ২০১৯-২০ এর সুপার লিগের ম্যাচগুলো টেলিভিশনে সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।  সুপার লিগের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল টি-স্পোর্টস এবং গাজী টেলিভিশন। দেশের ক্রিকেট ভক্তদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে সিসিডিএম। ডিপিএলের ম্যাচগুলো সম্প্রচারের ব্যাপারে ভক্তদের দাবি দীর্ঘদিনের। অবশেষে পূরণ হচ্ছে সেই স্বপ্ন। সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ এ খবর জানানোর পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ডিপিএলের সুপার লিগের সবগুলো ম্যাচ টেলিভিশনে সম্প্রচার করা হবে।”
ছবি: বিসিবি

ছবি: বিসিবি

জাতীয় দলের নিয়মিত তারকাদের উপস্থিতি বাড়তি রঙ দিয়েছে টুর্নামেন্টে। তবে টেলিভিশনে সম্প্রচার করায় টুর্নামেন্ট হবে শুধুই মিরপুরে। “ যেহেতু টিভিতে খেলা দেখানো হবে তাই সুপার লিগের ১৫টি ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে। প্রতিদিন হবে তিনটি করে ম্যাচ।” সুপার লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৯,২০,২২, ২৩ এবং ২৫ জুন। প্রতিদিন তিনটা করে ম্যাচ এবং পাঁচদিনে সর্বমোট ১৫টি ম্যাচ সম্প্রচারিত হবে টেলিভিশনে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video