শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৫ আশ্বিন ১৪৩১
#
খেলা খেলা

ম্যাচ সেরা হয়েছে পর্ন

পর্ন বড়ুুয়ার অপরাজিত ১৩৫ রানে ”ঢাকাখালী চ্যাম্পিয়নস” চ্যাম্পিয়ন


প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ০২, ১১:৩৪ পূর্বাহ্ন
#

রাউজানে এক প্রীতি ক্রিকেট ম্যাচে ঢাকাখালী ডোমিনেটরসকে  ৮৫ রানে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকাখালী চ্যাম্পিয়নস ।
 গত ২৬শে  ফেব্রুয়ারী ২০২৪ ইংরেজি(সোমবার) রাউজান উপজেলার আবুরখীল দক্ষিন ঢাকাখালিতে একদিনের এক প্রিতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ঢাকাখালী ডোমিনেটরসকে  ৮৫ রানে হারিয়ে  একদিনের প্রিতি ক্রিকেট ম্যাচে  চ্যাম্পিয়ন হয় ঢাকাখালী চ্যাম্পিয়নস ।
টসে হেরে প্রথমে ব্যাট করে কিছুটা ডিফেন্সসিভ শুরু করে ঢাকাখালী চ্যাম্পিয়নস  এর টপ অর্ডারের ব্যাটসম্যান পর্ণ,রিকু,মান্নান এবং আদর ।
প্রথম ২৫ ওভারে ঢাকাখালী চ্যাম্পিয়নস র নিয়ন্ত্রিত বোলিংয়ের দরুন ২ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে ঢাকাখালী চ্যাম্পিয়নস ।২৫ ওভারের পর নিজেদের ট্যালেন্ট দেখান পর্ণ এবং আদর ।
একের পর এক বাউন্ডারি ও ওভারবাউন্ডারি মেরে ঢাকাখালী চ্যাম্পিয়নস র বোলারদের হতাশ করেন এই দুই ব্যাটসম্যান  ।
টপ অর্ডারে সুযোগ পেয়েই সুযোগের সদ্ব্যবহার করেন আদর ,তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি ।
 আদর ৫১ রানে আউট হয়ে যাওয়ার পর ফিনিশিং ভূমিকা পালন করতে ক্রিজে আসেন আগের ম্যাচে ফিফটি করা দলীয় অধিনায়ক দূর্জয়। দূর্জয় করেন ২২ বলে দ্রুততম ৪৪ রান ।
দূর্জয় আউট হওয়ার পর ইনিংস হাল ধরতে ক্রিজে আসেন দলের আরেক ব্যাটসম্যান দিপান্ত  ।
শেষের ১০ ওভারে নিজেদের সেরাটা দেখান সেঞ্চুরী করা পর্ণ ব্যাটসম্যান দিপান্ত  ।
৪৩ তম ওভারে পর্ণ বড়ুয়া তুলে নেন ক্যারিয়ারের প্রতম শতক । তাছাড়া দিপান্ত নিজের ব্যাট থেকে এনে দেন গুরুত্বপুর্ন ৫২* রান ।
দুই ব্যাটসম্যান অপরাজিত থেকে ইনিংস শেষ করেন।  ঢাকাখালী চ্যাম্পিয়নস  ৩৭৯ রানের বিশাল পুঁজি যা কিনা এখন পর্যন্ত্য দ্বিতীয় সর্বোচ্চ একদিনের ক্রিকেটে ।  

অপরদিকে ঢাকাখালী ডোমিনেটরস ৩৮০ রানের বিশাল রান তাড়া করতে এসে ভালোই শুরু করেন ঋত্বিক এবং বিজয় ।
কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন নাঢাকাখালী ডোমিনেটরস  এর অভিজ্ঞ দুই ব্যাটসম্যান ।
টপ অর্ডারে অধিনায়ক জনি টি–টোয়েন্টি মেজাজে করেন ২২ বলে করেন ৩৫ রান ।
দলের চারটি মূল্যবান উইকেট হারানোর পর মিডল অর্ডারের ভার সামলাতে ক্রিজে আসেন আগের ম্যাচে অপরাজিত ৭৬* রান করা প্রিতম।
মিডল অর্ডারে প্রিতম রানের চাকা সচল রাখলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউই ক্রিজে ঠিকে থাকতে পারছিল না ।
একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ঢাকাখালী ডোমিনেটরস ।  প্রিতম সেট হয়েও ইনিংস বড় করতে পারেনি ।৪২ রান করে আউট হয়ে হতাশ হয়ে পেভিলিয়নে ফিরে প্রিতম
যখন মনে হচ্ছিল ঢাকাখালী ডোমিনেটরসকে  এর ইনিংস থামবে ২৫০ এর ভিতরে,ঠিক তখনই শেষ উইকেটে নিজেদের যোগ্যতার পরিচয় দেন সাগর(২) এবং সোমরাজ  ।
এ দুই ব্যাটসম্যান করেন ৫০ রানের বেশি জুটি  ।
সোমরাজ করেন ৩৭ রান করে এবং সাগরের(২) এর ব্যাট থেকে আসে ক্যারিয়ার সেরা অপরাজিত ৪১* রান
৬.১ ওভার বাকি থাকতেই ২৯৪ রানে ইনিংস থামে ঢাকাখালী ডোমিনেটরস এর।

ফলে ৮৫ রানের জয় পায়  ঢাকাখালী চ্যাম্পিয়নস ।
শেষে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ  । ম্যান অব দা ম্যাচ হন পর্ন বড়–য়া । যার ব্যাট থেকে আসে ১২৩ বলে ১৩৫ রান । যার মধ্যে ১২ টি চার আর ১০টি ছয় এর মার ছিল ।

 


 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video