বুধবার, ২০২৫ এপ্রিল ৩০, ১৭ বৈশাখ ১৪৩২
#
খেলা খেলা

বাংলাদেশকে ৪১০ রানের টার্গেট দিল ভারত

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ ডিসেম্বর ১০, ০৪:১১ অপরাহ্ন
#

চট্টগ্রামের আকাশে মেঘের ঘনঘটা ছিল না। ডিসেম্বরের শীতের সকালের স্নিগ্ধ রোদে সাগরিকা পাড়ে এক ঝলমলে আবহাওয়ার বাতাবরণ ছিল। তবে তার মধ্যেই ঝড় দেখল চট্টলাবাসী। তবে এ ঝড় প্রকৃতির নয়, ভারতীয় ব্যাটারদের। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়া গেছে আগেই। হোয়াইটওয়াশের লজ্জা বাঁচানোর ম্যাচে খেলতে নেমে ইশান কিষাণের রেকর্ডরাঙা ডাবল সেঞ্চুরি এবং তিন বছর পর বিরাট কোহলির ওয়ানডে শতকে ভর করে একদিনের ম্যাচে নিজেদের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েছে ভারত।

শনিবার (১০ ডিসেম্বর) তৃতীয় তথা শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৯  রানের পাহাড় গড়ে ভারত। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৪১০ রান।

ভারতের ৪০৯ রানের রেকর্ডগড়া ইনিংসে শুধু কোহলি-কিষাণ দুজনের সংগ্রহ ২২২ বলে ৩২৩ রান। বাকি ৬ ব্যাটার করেছেন ৮৬ রান। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ৪০০ রান স্পর্শ করল কোনো দল।

ভারতীয় ইনিংসের শুরুতেই ধাওয়ানের বিদায়ে আরেকবার ভারতবধের আশা দেখছিল বাংলাদেশ। বিধ্বংসী ব্যাটার বিরাট কোহলিকেও দ্রুত ফেরানোর সুযোগ ছিল। কিন্তু লিটনের কাছে জীবন পাবার পর কাজে ভুললেন না কোহলি। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video