শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৬ আশ্বিন ১৪৩১
#
খেলা খেলা

মুমিনুলের সামনে কঠিন চ্যালেঞ্জ!

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ এপ্রিল ১৭, ০১:৩৭ পূর্বাহ্ন
#
দেশের মাটিতে যতটা উজ্জ্বল তিনি, দেশের বাইরে ততোটাই বর্ণহীন। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবেও ব্যর্থতার দোলাচলে ঘুরপাক খাচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজটা তাই কঠিন এক চ্যালেঞ্জ মুমিনুল হকের জন্য। অধিনায়কত্বে মুন্সিয়ানা দেখানোর পাশাপাশি ব্যাট হাতেও গুরুদায়িত্ব পালন করতে হবে তাকে। বদলে দিতে হবে অতীতের সব পরিসংখ্যান। বাংলার মাটিতে মুমিনুল হক তুখোড় এক ব্যাটসম্যান। দেশের মাটিতে প্রায় সাড়ে ৫৬ গড়ে ২৫ টেস্টে ২৩১২ রান। কিন্তু দেশের সীমানা পেরোলেই নিষ্প্রভ মুমিনুল। বিদেশে খেলা ১৭ টেস্টে তার রান ৭৩৬। গড় ২২-এর কিছু বেশি। ৪২ ম্যাচে ৩ হাজারের ওপর রান করেছেন। মোটাদাগে পরিসংখ্যান ঈর্ষণীয়। গড় ৪১.১৮। আছে ১০ সেঞ্চুরি। কিন্তু, এই ১০টাই যে শের-ই-বাংলা আর জহুর আহমেদ চৌধুরীর উইকেটে। দেশের স্লো উইকেটে এত এত রান করা মুমিনুল, দক্ষিণ এশিয়ার অন্য দেশে অতোটা সফল হতে পারলেন কই! শ্রীলঙ্কার বিপক্ষে সব মিলিয়ে ৫৪’র বেশি গড়ে রান করেছেন। ৩ সেঞ্চুরি, ৩ ফিফটি আছে। আশরাফুল আর মুশফিকের পর লঙ্কানদের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অথচ শ্রীলঙ্কার মাটিতে ৩ টেস্ট খেলে করতে পেরেছেন মোটে ১৬৮ রান। গড় ৩৩.৬০। অধিনায়ক মুমিনুল হকের চেহারা আরও মলিন। এখন পর্যন্ত ৬ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যার মধ্যে ৫টিতেই হেরেছে দল। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ই একমাত্র সাফল্য। ভারত ও পাকিস্তান সফরের পর দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে হোম সিরিজেও ফ্লপ মুমিনুলের দল। বেশ চাপেই আছেন অধিনায়ক। শ্রীলঙ্কায় কি সে চাপ সামলাতে পারবেন?
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video