শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৫ আশ্বিন ১৪৩১
#
খেলা খেলা

শিরোপায় চোখ রিয়ালের, জয়ের ধারায় ফিরতে মরিয়া বার্সা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মে ১৬, ০৫:১৯ অপরাহ্ন
#
শিরোপার সম্ভাবনা টিকিয়ে রাখতে রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে জয়ের ধারায় ফিরতে সেল্টা ভিগোর বিপক্ষে লড়বে স্বাগতিক বার্সেলোনা। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। কেবল সব ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে নগর প্রতিদ্বন্দ্বীর দিকেও। অ্যাথলেটিকো মাদ্রিদ পয়েন্ট খোয়ালেই যে লা লিগা টাইটেলটা ধরে রাখা হবে মাদ্রিদিস্তানদের। তবে আগে নিজেদের কাজটা সেরে রাখতে হবে। স্বপ্ন টিকিয়ে রাখার মিশনে অ্যাতলেটিক বিলবাওয়ের মাঠে লড়ে জিততে হবে লস ব্ল্যাঙ্কোদের। টেবিলের নয় নম্বরে থাকলেও বিলবাওয়ের বিপক্ষে বাজি ধরার উপায় নেই। তবে গ্রানাদাকে ৪-১'য়ে উড়িয়ে গ্যালাক্টিকোরাই পাবে ফেবারিটের তকমা। রামোস-কারবাহালদের নিয়ে এখনও কোনো সুখবর নেই। তাই নাচো-ওদ্রিওজোলাদের নিতে হবে ঘর সামলানোর দায়িত্ব। অবশ্য মদ্রিচ-ক্যাসিমিরোদের নিয়ে মিডফিল্ডটা বেশ ভালোভাবেই দখলে রাখছেন জিদান। ক্রুস-অ্যাসেন্সিও-বেনজেমার অ্যাটাক ইউনিট ত্রাস ছড়াবে যে কোনো প্রতিপক্ষের মনে। আরও একবার ৪-৩-৩ এর ছক কষতে পারেন জিজু। আর ২৯ দেখায় ২১ জয় নিয়ে পরিসংখ্যানেও একক আধিপত্য রিয়ালের। মাদ্রিদ জায়ান্টদের লড়াইটা শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখার, তবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা সে দৌড় থেকে পিছিয়ে গেছে আগেই। খাতা কলমে সম্ভব হলেও বাস্তবতায় লেভান্তের বিপক্ষে ৩-৩ গোলের ড্র ছিটকে দিয়েছে কাতালানদের। শিরোপা হাতছাড়া হলেও লিগে মৌসুমের শেষটা ভালো করাই মূল লক্ষ্য কোম্যান শিষ্যদের। ক্যাম্প ন্যুতে সেল্টা ভিগোকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া বার্সা। দলে নতুন কোনো ইনজুরি সমস্যা না থাকলেও শঙ্কা আছে সার্জিও রবার্তোকে নিয়ে। তবে পেদ্রি-ডি ইয়ংদের কল্যাণে সেটা খুব বেশি ভাবাচ্ছে না ডাচ কোচকে। সেল্টা বধে কোম্যানের সম্ভাব্য ফরমেশন ৩-৫-২। পিকে-উমতিতির মতো অভিজ্ঞ ডিফেন্ডার থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে রক্ষণ নিয়ে চিন্তায় থাকবেন কাতালান বস। বুসকেটস-ডি ইয়ংদের সঙ্গে পেদ্রি-জর্ডি আলবারা সামলাবেন মাঝমাঠ। আক্রমণে দলের প্রাণভোমরা মেসির সঙ্গে বিশ্বকাপজয়ী ফরাসি আতোঁয়ান গ্রিজম্যান। স্বস্তির ব্যাপার স্ট্রাইকাররা গোল পাচ্ছেন নিয়মিত। পরিসংখ্যানও এগিয়ে রাখবে কাতালানদের। সবশেষ ৩৭ দেখায় সেল্টার ৯ জয়ের বিপরীতে বার্সার জয় ১৭টিতে। অক্টোবরে শেষ দেখাতেও ৩-০'র স্বস্তির জয় সাহস জোগাবে মেসি বাহিনীকে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video