বৃহস্পতিবার, ২০২৫ মে ১৫, ৩১ বৈশাখ ১৪৩২
#
খেলা খেলা

সিরিজ জয়ে ‘ব্যাটিংয়ে’ চোখ বাংলাদেশের


প্রকাশিত : বুধবার, ২০২১ সেপ্টেম্বর ০৮, ০২:৫৬ অপরাহ্ন
#
ফাইল ছবি

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশের সামনে আবারও ইতিহাসের হাতছানি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা মাহমুদউল্লাহ বাহিনী আর একটি ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। তবে শেষ ম্যাচের অপেক্ষায় না থেকে বুধবার (৮ সেপ্টেম্বর) চতুর্থ ম্যাচেই সিরিজ জিততে চায় টিম টাইগার্স। আর তার জন্য ভালো ব্যাটিংয়ের বিকল্প দেখছেন না তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সমৃদ্ধ রেকর্ড রয়েছে। তবে সেটি কেবল একদিনের ক্রিকেটে। এবার টি-টোয়েন্টিতেও সফরকারীদের হারিয়ে মিরপুর শের-ই-বাংলায় নতুন ইতিহাস লিখেছে স্বাগতিকরা।

এদিকে, প্রথম দুই ম্যাচ হারার পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে টম লাথামের বাহিনী। প্রথম সারির দল এ সিরিজে না খেললেও তরুণরাই মোড় ঘুড়িয়ে দিতে পারেন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন এজাজ প্যাটেল ও রাচিন রবীন্দ্ররা।

বাঁ-হাতি স্পিনার এজাজ প্যাটেল তৃতীয় ম্যাচে একাই নিয়েছিলেন ৪ উইকেট। শিকার বানিয়েছিলেন একে একে মেহেদী হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ এবং আফিফ হোসেনকে। এজাজ ছাড়াও রাচিন রবীন্দ্রও দুর্দান্ত বল করেছিলেন।

তাই বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ কিউইদের বোলিং আক্রমণ প্রতিহত করা। আর সেটির জন্যই অভিজ্ঞদের কাছ থেকে ভালো ব্যাটিংয়ের প্রত্যাশা টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদেরও।
 
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে আসছে না কোনো পরিবর্তন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তথ্যটি টিম সূত্রে সময় সংবাদ নিশ্চিত হয়েছে। তবে নিউজিল্যান্ড আগের ম্যাচে জিতলেও তাদের উইনিং কম্বিনেশন ভাঙতে পারে বলে আভাস মিলেছে।

ম্যাচের আগের দিন ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন ওঠে বাংলাদেশের একাদশে আসছে দুটি পরিবর্তন। ওপেনার নাঈমের জায়গায় সৌম্য আর মেহেদীর জায়গায় তাসকিন আহমেদকে খেলাবে বলে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

কিন্তু সন্ধ্যায় টিম মিটিংয়ে একাদশে পরিবর্তন করা হবে না বলে একমত হন হেড কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাই টানা চতুর্থ ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সৌম্য সরকার ও তাসকিন আহমেদের ম্যাচ কনফিডেন্সের জন্য ম্যাচ খেলা জরুরি। বাংলাদেশ চতুর্থ টি-টোয়েন্টিতে সিরিজ জয় নিশ্চিত হলে, যারা একাদশের বাইরে আছেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকবেন তাদের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলানো হবে। যদি চতুর্থ টি-টোয়েন্টি হেরেও যায় বাংলাদেশ তারপরে আসবে একাদশে পরিবর্তন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video