সোমবার, ২০২৫ মে ১২, ২৯ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

বাকলিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৫, দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ ডিসেম্বর ১৬, ১১:০৬ পূর্বাহ্ন
#

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় রয়েল কোচ বাসের সঙ্গে কারের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ দুর্ঘটনায় নগরের মুরাদপুর থেকে বাকলিয়া এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, সকালে কালামিয়া বাজারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহত সবাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনায় বাসের সামনের অংশ ও প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেছে। এতে মুরাদপুর থেকে বাকলিয়া পর্যন্ত তিন ঘন্টারও বেশি সময় ধরে যানজটে আটকে আছে মানুষ। অন্যদিকে গাড়ি না চলায় শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video