প্রতিদিন সকালে গোসল করায় রয়েছে অনেক উপকারিতা। এতে মন ভালো থাকে। শরীর ঝরঝরে থাকে। এ ছাড়া সকালে গোসল করার অনেক ধরনের উপকার রয়েছে।
সকালে গোসল করলে উদ্বেগ, মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে। সকালে ঘুম ঘুম ভাব কাটাতে সাহায্য করে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করা। রক্ত চলাচলও ভালো হয়। সকালে গোসল করলে চুল এবং ত্বকও যত্নে থাকে।
এ ছাড়া যদি সর্দি-কাশি, ঠাণ্ডার সমস্যা থাকে তাহলে সকালে হালকা গরম পানিতে গোসল করলেও মিলবে আরাম।
কিন্তু সব ভালো দিকের খারাপ দিকও আছে। যেমন- প্রতিদিন সকালে গোসল করলে সারা দিনের ধুলো-ময়লা জমতে থাকে শরীরে। ঘাম বেশি হলে সেসব ময়লা শরীরে বসে যায়। এতে স্কিনের সমস্যা হতে পারে।
এ ছাড়া রাতে বাসাই ফিরে গোসল না এর প্রভাব পড়তে পারে ঘুমের ওপরও। ঘুমের আগে প্রতিদিন কুসুম গরম পানিতে গোসল করলে সে সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
মন্তব্য করুন