শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
আনোয়ারা আনোয়ারা

দুপুর ২টায় বটতলী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদ নেতৃত্বে এই বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়

আনোয়ারায় ৫ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা
প্রকাশিত : বুধবার, ২০২৪ মার্চ ১৩, ০৫:০৭ অপরাহ্ন
#

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন আনোয়ারা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। 

 বুধবার (১৩ মার্চ) দুপুর ২টায় বটতলী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদ নেতৃত্বে এই বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তার মধ্যে অধিক মূল্যে বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ২জন মাংস বিক্রেতাসহ ৫ জন কে ৫ টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান এর বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময়  পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২জন মাংস বিক্রেতাসহ ৫ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানে মাসে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video