বুধবার, ২০২৫ এপ্রিল ২৩, ৯ বৈশাখ ১৪৩২
#
আনোয়ারা আনোয়ারা

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা
প্রকাশিত : বুধবার, ২০২৪ মার্চ ১৩, ০৫:১৫ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা  উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল আবছর (৩২) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ মার্চ) দুপুর ২টায় উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা গ্রামের মলকার বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নুরুল আবছার ঐ এলাকার ছৈয়দ নুরের ছেলে। নিহতের রুহি আকতার (৬) নামের ও ৪দিন বয়সী নবজাতকসহ দুই কন্যা সন্তান ছিল। 

স্থানীয় যুবক মোঃ কায়ছার জানান, তিনি দীর্ঘ দিন প্রবাসে ছিলেন। বাড়ির পাশের বিলে সেচের পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, দুপুর তিনটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রোগীকে আনা হয়েছিল। ঘটনাস্থলে ওই রোগীর মৃত্যু হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video