শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৪ আশ্বিন ১৪৩১
#
চন্দনাইশ চন্দনাইশ

চন্দনাইশে অবৈধ মাছ বাজার উচ্ছেদ করেছেন প্রশাসন,৬ মাছ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ২৫, ০৮:০৯ অপরাহ্ন
#

চন্দনাইশ হাশিমপুর পাঠানিপুল এলাকায় অবৈধ মাছ বাজার উচ্ছেদ করে ৬ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন, চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

গতকাল ২৫ মে ভোরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন পাঠানিপুল এলাকায় অবৈধ মাছ বাজার বসিয়ে মাছ বিক্রি করার অপরাধে ৬ জন মাছ ব্যবসায়িকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

জানা যায়, দোহাজারী পৌরসভার দেওয়ানহাটে পাইকারি ও খুচরা ইজারাকৃত মাছ বাজার চলমান থাকা অবস্থায় একটি চক্র বাজারটি পৌরসভার বাইরে হাশিমপুর পাঠানিপুল এলাকায় বসিয়ে বিগত ১ সপ্তাহ ধরে মাছ ব্যবসা করে আসছিল। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এ ধারায় অনুমতি ব্যতিরেখে মাছ বাজার বসানোর ব্যাপারে উপজেলা প্রশাসনকে পৌর মেয়র অভিযোগ করেন। অভিযোগে আবু বক্কর ও আব্দুল মোতালেব সওদাগরের যোগসাজসে বাজারটি পৌরসভার বাহিরে স্থানান্তর করা হয় বলে জানা যায়।

অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা মোবাইল কোর্ট পরিচালনা করে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারায় অনুমতি ব্যতিরেখে বাজার বসানোর অপরাধে ৬ মাছ ব্যবসায়ীকে জরিমানা করেন।

একই সাথে ব্যাবসায়ীদের দুপুরের মধ্যে সব ধরনের মালামাল সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video