শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৪ আশ্বিন ১৪৩১
#
চন্দনাইশ চন্দনাইশ

চন্দনাইশে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীনকে গ্রেফতারের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ২৬, ০৭:২৫ অপরাহ্ন
#

চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

গতকাল ২৬ মে (রবিবার) দুপুরে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মোঃ মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আগামী ৩০ মে মধ্যে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমদকে গ্রেফতার করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার কে এ নির্দেশ দেন।

কারাদন্ডে থাকা ব্যাক্তি কিভাবে নির্বাচনে অংশ নিয়ে প্রচারণা চালাতে পারেন সে বিষয়ে প্রশ্ন তুলেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, পদ্মা ব্যাংকের ৬০ কোটি টাকা ও সোনালী ব্যাংকের ১১ কোটি টাকাসহ বিভিন্ন ব্যাংকের ১১৮ কোটি টাকা ঋণ খেলাপী জসিম উদ্দিন। তবে নির্বাচনী তথ্যে ঋণ খেলাপির ঘরে তিনি প্রযোজ্য নয় বলে উল্লেখ করেছেন।

চট্টগ্রামের জেসিকা গ্রুফের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ ও তার স্ত্রী তানজিনা সুলতানা জুহিকে গত ৩০ মার্চ অর্থঋণ আদালতের একটি মামলায় ৫ মাসের কারাদন্ড দেন। তাদের বিরুদ্বে গ্রেফতারী পরোয়ানা ইস্যু থাকলেও জসিম উদ্দিন কিভাবে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেনা বিষয়ে ব্যাখা চেয়েছেন আদালত। জসিম উদ্দিন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান প্রার্থী তার প্রতীক মোটর সাইকেল।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক তার বক্তব্যে  বলেন  প্রার্থীতা যাচাইকালে আর্থিক খাতের লোকজন ছিলেন। সিআইবি রিপোর্টে ঋণখেলাপি হিসাবে নাম না থাকায় জসীম উদ্দীনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video