মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#
রাঙ্গামাটি রাঙ্গামাটি

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ এপ্রিল ০২, ০৩:১১ অপরাহ্ন
#

দ্বিতীয় ধাপে সারাদেশে ১৬১ টি  উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

গত সোমবার আগারগাঁওে  নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ( ইসি) সচিব মো: জাহাংগীর আলম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করেন।   ঘোষিত তফসিল অনুযায়ী এদিন কাপ্তাই উপজেলা পরিষদ এর ও নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার।

তিনি আরোও জানান,  নির্বাচন কমিশন এর ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল,  মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল,  আপিল ২৪-২৬ এপ্রিল ২৭ থেকে ২৯ এপ্রিল।  প্রার্থিরা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে।

কাপ্তাই উপজেলা  কার্যালয় সূত্রে জানা যায়, চুড়ান্ত ভোটার তালিকায় কাপ্তাইয়ে মোট ভোটার, ৪৮ হাজার ৮শ ৭৫ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৬ শত ৯৪ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ১ শত ৮১ জন।

প্রসঙ্গত: ২০১৯ সালের ১৮ মার্চ কাপ্তাই উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচন হয়েছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video