শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৪ আশ্বিন ১৪৩১
#
রাঙ্গামাটি রাঙ্গামাটি

কাপ্তাই কর্ণফুলি নদীতে মৎস্য বিভাগের অভিযানে, ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ টি রিং জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ১৬, ০৩:৩৭ অপরাহ্ন
#

রাঙামাটির কাপ্তাই সিনিয়র মৎস্য বিভাগের অভিযানে কাপ্তাইয়ের কর্ণফুলি নদী হতে   ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ টি রিং জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল  ১০ টা ৪৫ মিনিট হতে  দুপুর ২  টা  পর্যন্ত কাপ্তাই  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  আরিফুর রহমান এর নেতৃত্বে উপজেলার কর্ণফুলি নদীর  ওয়াগ্গাছড়া প্যানারোমা জুম রেস্তোরাঁ হতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এলাকার  চৌধুরীছড়া পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অবৈধভাবে   নিষিদ্ধ জাল দিয়ে মাছ স্বীকার করার সময়  কাপ্তাই কর্ণফুলী নদীতে এই  অভিযান পরিচালনা করা হয় বলে জানান সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। তিনি আরোও বলেন  অভিযানে নিষিদ্ধ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

যার  আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং  ও ২০ টি রিং জাল  জব্দ করা হয়, যার আনুমানিক   মূল্য ২ লক্ষ টাকা।

অভিযান শেষে জব্দকৃত জালগুলি কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার  চৌধুরীছড়া কর্ণফুলী ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময়  সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর   উপ-কেন্দ্র প্রধান  মোঃ জসিম উদ্দিন সহ  উপজেলা মৎস্য বিভাগ ও উপ-কেন্দ্রের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video