মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#
রাঙ্গামাটি রাঙ্গামাটি

কাপ্তাই হ্রদে জাক বিরোধী মোবাইল কোর্টের অভিযানে ৩ টি অবৈধ জাক অপসারণ

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ০৬, ০৪:২৮ অপরাহ্ন
#

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন,  উপজেলা সিনিয়র মৎস্য বিভাগ  এবং কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অভিযানে কাপ্তাই লেকে ৩ টি অবৈধ জাক অপসারণ করা হয়েছে।

সেই সাথে স্থানীয় লোকজনকে জাক দিয়ে কাপ্তাই লেকের মাছ স্বীকার না করার জন্য সতর্ক করা হয়েছে।

শনিবার( ৬ এপ্রিল)  সকাল সাড়ে ১০ টা হতে বেলা  সাড়ে ১২ টা পর্যন্ত, কাপ্তাই লেকের  কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই  ইউনিয়নের খালকাটা নামক স্থানে, কাপ্তাই উপজেলা নির্বাহী  অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মহিউদ্দিন এই  মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময়    উপজেলা সিনিয়র  মৎস্য  কর্মকর্তা আরিফুর রহমান , কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর উপ কেন্দ্র প্রধান জসিম উদ্দিন  এবং কাপ্তাই  পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা মোবাইল কোর্টে  সহায়তা করেন।

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান বলেন, গরমে মাছের আশ্রয়ের জন্য কচুরিপানা দিয়ে উক্ত জাক তৈরী করা হয়, এবং মাছ জমায়েত হলে জাল দিয়ে ঘেরাও করে মাছ ধরা হয়। উক্ত জাক নিধনের অভিযান পুনরায় পরিচালনা করা হবে হবে তিনি  জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video