শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
রাঙ্গামাটি রাঙ্গামাটি

কাপ্তাইয়ে পুষ্টি বিষয়ক কৃষক মাঠ স্কুলের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মার্চ ২৮, ০১:২৫ অপরাহ্ন
#

রাঙামাটির কাপ্তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর  আয়োজনে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি পাড়ায় পার্টনার কৃষক মাঠ স্কুল - পুষ্টি ও কৃষক সেবা কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে  কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ এর উদ্বোধন করেন ।

কৃষি মন্ত্রণালয়ের সম্প্রতি শুরু হওয়া "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" প্রোগ্রামের আওতায় এই কৃষক মাঠ স্কুল পরিচালিত হচ্ছে। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: ইমরান আহমেদ  বলেন, "দেশের পুষ্টি নিরাপত্তা অর্জনের লক্ষ্যে নিরাপদ পদ্ধতিতে শাক-সবজি ও ফলমূল উৎপাদনের পাশাপাশি সামগ্রিক পুষ্টিমান উন্নয়নের ওপর ওপর দশটি সেশনে ২৫ জন কৃষাণীকে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।" 

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা  থোয়াইনুচিং মারমা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা  উথোয়াই প্রু মারমা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video