২০২৩-২০২৪ অর্থ বছরে মানবিক কর্মসূচীর আওতায় আসন্ন পবিত্র উল ফিতর উপলক্ষে বুধবার ( ৩ এপ্রিল) রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে ৫ হাজার ৫ শত ৬২ জন দরিদ্র জনগণকে দেওয়া হলো বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য। এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন জানান, বিতরণ কর্মসূচীর আওতায় উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে ১৪৬২ জন, ২ নং রাইখালী ইউনিয়নে ১৪০০ জন, ৩ নং চিৎমরম ইউনিয়নে ৬৫০ জন, ৪ নং কাপ্তাই ইউনিয়নে ১৫০০ জন এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে ৫৫০ জন দরিদ্র পরিবারকে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য তুলে দেওয়া হয়।
স্ব- স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা ট্যাগ অফিসার এর উপস্থিতিতে এই ভিজিএফ খাদ্যশস্য বিতরণ করা হয় ।
পবিত্র ঈদ উল ফিতর এর আগে হত দরিদ্র পরিবার এই সহায়তা পেয়ে খুশি হয়েছেন বলে জানান ইউএনও।
মন্তব্য করুন