শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৬ আশ্বিন ১৪৩১
#
রাঙ্গামাটি রাঙ্গামাটি

লরিটি সিএনজিকে চাপা দিয়ে ৪০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়ও ২জন আহত হয়।

লরির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত ও আহত ২।


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৫, ১২:৫৪ অপরাহ্ন
#

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের কাউখালী উপজেলা সাপছড়ি কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম-রাঙামাটি  সড়কে কাউখালী উপজেলায়  একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি-চালিত অটোরিকশাকে চাপা দিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

নিহতরা হলেন- জেলা শহরের তবলছড়ি এলাকার আহম্মদ মিয়ার ছেলে মো. হানিফ (৫০)  ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে নবী হোসেন (৪৭)। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে সৈকত চাকমা রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত অপর ব্যক্তি মো. নূর আজিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানান, সকালে সিএনজি অটোরিকশাটি ৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলো। এ সময় লরিটি চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি কলাবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, সকালে লরিটি সিএনজিকে চাপা দিয়ে ৪০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয় এবং ২ জন আহত হয়। ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video