শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
রাউজান রাউজান

দক্ষিন রাউজানে কেন্দ্রিয় গঙ্গাঁ মন্দিরে ষোড়ষ প্রহরব্যাপি মহানাম যজ্ঞ শুরু, ভক্তদের পদচারনায় মুখর উৎসব প্রাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ০৬, ০৩:১৯ অপরাহ্ন
#

চারদিন ব্যাপি দক্ষিন রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদেশ্বরী ও গঙ্গাঁ মন্দির পরিচালনা পরিষদে উদ্যোগে ষোড়শ প্রহরব্যাপি মহানাম যজ্ঞের অনুষ্ঠানে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন রাউজানে সব ধর্মের মানুষ একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে বাস করে আসছেন যুগের পর যুগ । এখানে অসাম্প্রদায়িক চেতনায় সব ধর্মের মানুষ বসবাস করেন ।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ সদস্য ৩য় দিনের অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ।

এর আগে ৩য় দিনের অনুষ্ঠানে ধর্মসভা, ধর্মীয় সংগীতানুষ্ঠান , নৃত্যানুষ্ঠান চিত্রাংকন কুইজ ও গীতা পাঠ প্রতিযোগীতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ।

 বিপ্লব গুপ্ত এর সঞ্চালনায় এতে আর্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবর্তক শ্রীকৃঞ্ষ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রম্মচারী ।

এতে আরো উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি প্রকাশ সরকার , সাধারন সম্পাদক ম্যালকম চক্রবর্তী, কালুরাম দাশ , হরিলিলা ময় দাশ, বাবু ধর,সনজিত বৈদ্য রুবেল বৈদ্য প্রমুখ ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video