রাউজান পৌরসভা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
২২ এপ্রিল সোমবার দুপুর ১২টায় রাউজান পৌরসভার ইউএনও বাংলো সংলগ্নস্থানে বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এএহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা,সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান থানার ওসি জাহিদ হোসেন।
এ সময় রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, এ্যাডভোকেট দীলিপ কুমার চৌধুরী, শওকত হাসান, আজাদ হোসেন, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলিসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, উপজেলা সদরের জনগুরুত্বপূর্ণ সড়কের যানবাহনের অত্যাধিক চাপে যানজটের ভোগান্তি লাঘবে বাইপাস সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পৌর এলাকার দৃশ্যমান উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করেন।
মন্তব্য করুন