শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
রাউজান রাউজান

স্মৃতিধর ড. শীলানন্দ মহাথেরো এর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রথম দিনে ভিক্ষু মহাসভার সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ৩০, ০৩:৪৭ অপরাহ্ন
#

রাউজান গ্রামের কৃতি সংঘ মনীষা, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার  উপ- সংঘরাজ, রাউজান বিমলানন্দ কেন্দ্রিয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ, আবাল্য ব্রহ্মচারী, স্মৃতিধর ড. শীলানন্দ মহাথেরো মহোদয়ের ০২ দিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রথম দিনের প্রথম পর্বে অষ্টপরিস্কারসহ সংঘদান ও সদ্ধর্মালোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত মহতী পূণ্যময় অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে সমাসীন ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯ তম সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথেরো।, প্রধান জ্ঞাতির আসনে সমাসীন ছিলেন উপ- সংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরো । সভাপতির আসন গ্রহন করেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরো মহোদয়।

প্রথম দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের  সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো মহোদয়, মুখ্য আলোচকের আসন গ্রহন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্ধ্বতন সহ-সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো মহোদয়।

প্রধান সদ্ধর্মদেশকের আসন গ্রহন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো মহোদয়।

বিশেষ সদ্ধর্মদেশকের আসন গ্রহন করেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্টাতা অধ্যক্ষ ভদন্ত উ পঞ্ঞা চক্ক মহাথেরো মহোদয়।

বিশেষ জ্ঞাতির আসন গ্রহন করেন যথাক্রমে - বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথেরো মহোদয়, অত্র মহাসভার সাংগঠনিক সম্পাদক মৈত্রীবারীধি পরমানন্দ মহাথেরো মহোদয়, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি, ভদন্ত বিপস্সী মহাথেরো মহোদয়, নবপণ্ডিত বিহারের বিহারাধ্যক্ষ ড. উপানন্দ মহাথেরো মহোদয়।

সদ্ধর্মদেশকের আসনে সমাসীন ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পরমপুজ্য ভিক্ষুসংঘরা।

সভায় বিশেষ অতিথির আসন গ্রহন করেন - বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি বাবু সিদ্ধার্থ বড়ুয়া (এফ,সি,এ) সহ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ - যুব কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী।

সন্মানিত আলেচকের আসন গ্রহন করেন  বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক কর্মকর্তা প্রকৌশলী প্রকাশ কুসুম বড়ুয়া ও আর,এন, টি, প্রোপার্টিজ - এর ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী লায়ন তীর্থংকর বড়ুয়া।

সভায় পরমপুজ্য ভিক্ষুসংঘ সহ সন্মানিত নেতৃবৃন্দরা পুজনীয় উপ- সংঘরাজ স্মৃতিধর ড. শীলানন্দ মহাথেরো শেষকৃত্যানুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রান নরনারী উপস্থিত ছিলেন ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video