শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
খেলা খেলা

আইপিএলের দ্বিতীয় পর্যারের ম্যাচগুলো আরব আমিরাতের দুবাইয়ে হতে পারে। দেশটির আসন্ন জাতীয় নির্বাচনের কারণে এমন সিদ্ধান্ত চিন্তা করছে ক্রিকেট বোর্ড

আইপি আয়োজন হতে যাচ্ছে এবার ভারতের বাইরে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ১৬, ০৩:২০ অপরাহ্ন
#

প্রথমবারের মতো ভারতের বাইরে আয়োজন করা হয়েছিল আইপিএল ২০২৪ সালের আসরের নিলাম। এবার জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের খেলাও ভারতের বাইরে আয়োজনের চিন্তা করছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের দ্বিতীয় পর্যারের ম্যাচগুলো আরব আমিরাতের দুবাইয়ে হতে পারে। দেশটির আসন্ন জাতীয় নির্বাচনের কারণে এমন সিদ্ধান্ত চিন্তা করছে ক্রিকেট বোর্ড।

এরইমধ্যে ক্রিকেটারদের পাসপোর্ট সাবমিট করার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো নির্দেশনা দিয়েছে বলেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।

সূত্র বলেছে, শনিবার বিকাল ৩টায় ভারতের নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এরপর বিসিসিআই সেই বিবেচনায় সিদ্ধান্ত নেবে যে, আইপিলের ম্যাচগুলো দুবাইয়ে নেওয়া যায় কিনা।

এর আগে ২০১৪ সালে আইপিএলের প্রথম ধাপের ম্যাচগুলো দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। তখন নির্বাচনের কারণেই ম্যাচগুলো সেখানে সরানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video