আন্দোলনের পর চালু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বন্ধ থাকা শাটল। রোববার (২৭ ফেব্রুয়ারি) ট্রেনের নিয়মিত শিডিউল চালুর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর রাত ১০টার দিকে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
বন্ধ থাকা তিন জোড়া শাটলের মধ্যে বটতলী থেকে দুপুর ৩টা ৫০ মিনিটে ছেড়ে আসা ট্রেনটি সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে চালু হচ্ছে। ট্রেনটি ক্যাম্পাস থেকে বিকাল সাড়ে পাঁচটায় ছেড়ে যাবে। বাকি দুই জোড়া ট্রেন মঙ্গলবার (১ মার্চ) থেকে চালু হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সোমবার ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাড়ে পাঁচটার শাটলটি চালু হবে। পরদিন মঙ্গলবার থেকে বাকি দুই জোড়া শাটল ট্রেনও স্বাভাবিক শিডিউলে চলাচল করবে।
তিনি আরও বলেন, ডেমু ট্রেনের সংস্কার চলছে। খুব শিগগির ডেমু ট্রেনও চালু হবে।
মন্তব্য করুন