বৃহস্পতিবার, ২০২৫ মে ০১, ১৮ বৈশাখ ১৪৩২
#
খেলা খেলা

চার নম্বরে খেলবেন না তামিম

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ Jun ০৫, ০২:৪৭ অপরাহ্ন
#

দেশসেরা ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে চার নম্বরে খেলার পক্ষে যুক্তি দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স। কিন্তু তামিম নিজে চান না তিনি কখনো চারে ব্যাট করবেন। ওপেনিংয়েই ভালো করার ইচ্ছা তার।

রোববার (৫ জুন) এক অনুষ্ঠানে তামিম বলেন, ‘আমি চারে ব্যাটিং করার কোনো কারণই দেখি না। ক্রিকেট ক্যারিয়ারে দীর্ঘ ১৭ বছর ধরে আমি ওপেনিংয়ে নামছি এবং যথেষ্ট ভালোও করছি। সুতরাং, চার নম্বর পজিশনে খেলার কোনো কারণই নেই।’

শনিবার (৪ জুন) সিডন্স বলেছিলেন, বেশির ভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে সুযোগটা পায় ‘একটু নিচে নামার’। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে ধারণা আমার। তবে আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে, এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে সে ফ্যান্টাস্টিক হবে।’

তামিমকে চারে খেলানোর প্রসঙ্গটা এসেছিল লিটন দাসকে নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে লিটন খেলেছেন লো অর্ডারের ব্যাটার হয়ে। তার ৬-৭ নম্বর পজিশনে ব্যাট করা নিয়ে সমালোচনা করেছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। তাদের মতে লিটনকে প্রথম দিকে নামালে সে আরও বেশি রান করতে পারবে। সিডন্স অবশ্য মনে করছেন, নিজের জায়গাতেই ভালো করছেন লিটন। এ বিষয়ে তিনি বলেন, ‘সে তো সবশেষ ম্যাচেও ছয়ে ব্যাট করল! সাতে তো ব্যাট করছে না। সে শীর্ষ ছয়ে উঠে এসেছে, যা পারফেক্ট।’

এর আগে লিটনও বলেছিলেন নিচের দিকে পারফর্ম করতে তার সমস্যা হচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ফিফটির সঙ্গে সেঞ্চুরি হাঁকানোর পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি যে এই বছরে এত রান করলাম, কততে নেমে করেছি? আস্তে আস্তে আসছে তো সুযোগ, সামনেও আসবে। যখন বড় ভাইরা কেউ খেলবে না, তখন আমাকে সুযোগ দেয়া হবে। এখন আমি ওপরে যাওয়ার মতো অবস্থা দেখছি না। এখন যেখানে আছি ভালো আছি।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video