শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
খেলা খেলা

জার্মানির কাছে হার পর্তুগালের, ফ্রান্সের সঙ্গে ড্র হাঙ্গেরির

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ Jun ২০, ১০:৩৭ পূর্বাহ্ন
#
ইউরো চ্যাম্পিয়নশিপে দুরন্ত জার্মানির কাছে ৪-২ গোলে হেরেছে রোনালদোর পর্তুগাল। আরেক ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে ড্র করেছে হাঙ্গেরি। অন্যদিকে লেভানদস্কির গোলে স্পেনকে রুখে দিয়েছে পোল্যান্ড। সব মিলিয়ে জমে উঠেছে গ্রুপ অব ডেথের লড়াই। মিউনিখে আক্রমণের ছড়ি ঘুরিয়ে পর্তুগালকে নাস্তানাবুদ করেছে জার্মানি। যদিও রোনালদোর গোলে শুরুতে লিড নিয়েছিল সেলেকাওরা। আর মাত্র ২ গোল হলেই আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার মুকুট পড়বেন সি আর সেভেন।   পিছিয়ে পড়ে অতি আক্রমণাত্মক হয়ে ওঠা জার্মানিকে সামলাতে ব্যর্থ পর্তুগাল। প্রথমার্ধে ৪ মিনিটের ব্যবধানে দুটি আত্মঘাতি গোল হজম করে তারা। বিরতির পর তৃতীয় গোল দেন হাভার্টজ। অল্প সময়ের মধ্যে ব্যবধান ৪-১ করেন গোসেনস। এর পরে দিয়েগো জোতার গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত অতিথিদের। তবে একাধিক সুযোগ তৈরি করেও, হার এড়াতে পারেনি পর্তুগাল। এই হারে সরাসরি শেষ ষোলোতে ওঠাটাই শঙ্কার মুখে পড়ে গেছে পর্তুগালের। তবে, এত কিছুর পরও খেলোয়াড়দের কোনো দোষ দেখছেন না পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। এমন একটা হারের সব দায় নিজের কাঁধে নিয়েছেন তিনি। তার কৌশলটা জার্মানির দুর্দান্ত খেলার কাছে হেরে গেছে বলেই মনে করেন সান্তোস। অন্যদিকে স্পেনকে তাদের ঘরের মাঠে রুখে দিয়েছে পোল্যান্ড। বল দখলে প্রায় ৭০ শতাংশ এগিয়ে থেকেও, ম্যাচ জিততে পারেনি স্প্যানিশরা। মোরাতার গোলে প্রথমার্ধে লিড নেয় স্পেন। বিরতির পর লেভানদস্কির গোলে সমতা টানে পোল্যান্ড। শেষপর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে পোলিশরা। বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে জিততে পারেনি বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। লা ব্লুজদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকরা। ফ্রেঞ্চ ফরোয়ার্ডরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে হাঙ্গেরিকে লিড এনে দেন আতিলা ফিওলা। গোল শোধে মরিয়া ফ্রান্স, সাফল্য পায় কৌশলে পরিবর্তন এনে। ৬৬ মিনিটে সমতা টানেন আতোয়া গ্রিজম্যান। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে টেবিলের শীর্ষে ফ্রান্স।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video