টি-টোয়ন্টি বিশ্বকাপে অ্যাডেলেড ওভালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। জয়ের ধারায় ফিরে টাইগারদের আছে দৃঢ় মনোবল, বেড়েছে প্রত্যাশাও। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা ধরে রাখতে শক্তিশালী ভারতকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
আগের দুই ম্যাচেই বাড়তি একজন বোলারের অভাব বোধ করেছে বাংলাদেশ দল। এজন্য আজ দলে নেওয়া হয়েছে শরীফুল ইসলামকে। ওপেনার সৌম্য সরকারের জায়গায় এই বাঁহাতি পেসারকে দলে আনা হয়েছে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারা ম্যাচে অক্ষর প্যাটেলের জায়গায় খেলেছিলেন দীপক হুডা। আজ আবার ফিরেছেন অক্ষর।
ভারত একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), আর অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং।
টুর্নামেন্ট শুরুর আগে প্রাথমিকভাবে নির্ধারণ করা দুই ম্যাচ জয়ের লক্ষ্য পূর্ণ হওয়ার পর সাকিব-লিটনদের চোখ এখন সেমিফাইনালে।তবে এ ম্যাচে হেরে গেলে সেমিফাইনালের দৌড় থেকে বাদ পড়বে বাংলাদেশ।
মন্তব্য করুন