শনিবার, ২০২৫ মে ০৩, ২০ বৈশাখ ১৪৩২
#
খেলা খেলা

টাইগারদের প্রশিক্ষণ দেবেন গ্যারি কারস্টেন

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ ফেব্রুয়ারী ২৭, ১০:৫০ পূর্বাহ্ন
#

নিউজিল্যান্ডে টেস্ট জয়ের পর এবার বাংলাদেশের চোখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট জয়। সেখানে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে সাফল্য পেতে এবার বিশ্বকাপজয়ী প্রোটিয়া কোচ গ্যারি কারস্টেনের প্রশিক্ষণ নিতে যাচ্ছে বাংলাদেশ দল।

দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ শুরুর আগে দুই সপ্তাহের একটি কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল। কারস্টেনের নিজস্ব ক্রিকেট একাডেমিতে চলবে এ অনুশীলন। সেখানে কারস্টেন তিন সেশন বাংলাদেশকে মুমিনুল হকদের অনুশীলনে উপস্থিত থাকবেন। তার সঙ্গে থাকবে বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুকও। আর ব্যাটিং কোচ জেমি সিডন্সও থাকতে পারেন সেখানে।


দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১ টেস্ট ও ১৮৫ ওয়ানডেতে প্রায় ১৪ হাজার রান করেছেন গ্যারি কারস্টেন। তারপর কারস্টেন শুরু করে তার কোচিং ক্যারিয়ার। তার অধীনে ভারত ২০১১ বিশ্বকাপ জয় করে। তার কোচিংয়েই প্রথমবার আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠে ভারত ২০১০ সালে।


পরে ২০১১ সালে তিনি দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের। তার কোচিংয়ে টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বরে ওঠে দক্ষিণ আফ্রিকাও। সেই মেয়াদ শেষে আর জাতীয় দলের দায়িত্ব নেননি তিনি।

এদিকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে ১৮ মার্চ ওয়ানডে দিয়ে৷ ৩১ মার্চ শুরু হবে টেস্ট সিরিজ। তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। ১২ মার্চ ক্রিকেটারদের উড়াল দেওয়ার কথা রয়েছে।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ প্রথম সফর করেছিল ২০০২ সালে। প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে বাংলাদেশ জিততে পারেনি কখনো।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video