হঠাৎ করেই টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। টি-টোয়েন্টি থেকে ছয় মাসের বিরতি শেষ হওয়ার দিন দশেক আগেই এমন সিদ্ধান্ত নিলেন তামিম। তবে টি-টোয়েন্টি থেকে অবসরের আগে বাংলাদেশের হয়ে ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তামিম, যেখানে তামিমই বাংলাদেশের একমাত্র ব্যাটর যিনি টি-টোয়েন্টিতে শতকের দেখা পেয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুকে অবসরের ঘোষণা দেন তামিম। সেখানে বাঁহাতি এই ওপেনার লেখেন, 'আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।'
বাংলাদেশের হয়ে খেলা ৭৮ টি-টোয়েন্টিতে ২৪ দশমিক ১ গড় এবং ১১৭ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন তামিম। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শুধু তামিমেরই রয়েছে সেঞ্চুরি করার কীর্তি। আর কোনো বাংলাদেশি খেলোয়াড় এখন পর্যন্ত এই ফরম্যাটে তিন অঙ্কের দেখা পাননি।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে ওমানের বিপক্ষে শতক পেয়েছিলেন তামিম। সেই ম্যাচে তামিম অপরাজিত ছিলেন ১০৩ রানে। সেদিন ৬০ বলে শতকের দেখা পেয়েছিলেন তামিম।
সেদিন বিশ্বের মাত্র ১১তম ব্যাটার হিসেবে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন তামিম। এই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৯-এ। কিন্তু তামিম ছাড়া বাংলাদেশের আর কেউ এখনো সেঞ্চুরি করতে পারেননি।
২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তামিমের। সেই থেকে এখন পর্যন্ত ৭৮টি ম্যাচ খেলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি রান আছে কেবল মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের।
মন্তব্য করুন