বুধবার, ২০২৫ মে ১৪, ৩১ বৈশাখ ১৪৩২
#
খেলা খেলা

প্রথম বাংলাদেশি হিসেবে লা লিগায় জিদান মিয়া

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ আগস্ট ২৮, ১২:৪০ অপরাহ্ন
#
লা লিগার ক্লাব রায় ভায়েকানোর সঙ্গে চুক্তি করেছেন জিদান। ছবি: ফেসবুক

ইউরোপের শীর্ষ লিগের অন্যতম স্পেনের লা লিগায় খেলার আশায় থাকা বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার জিদান মিয়া খুঁজে পেয়েছেন তার ঠিকানা। লিগ লা লিগায় প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে খেলতে যাচ্ছেন এই ফুটবলার।


এরই মধ্যে জিদান মিয়ার সঙ্গে চুক্তি করেছে লা লিগার দল রায়ো ভায়েকানো। খবরটি নিশ্চিত করেছে ফুটবল এজেন্সি অ্যান্থেম স্পোর্টস। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে জিদানের চুক্তির বিষয়টি উল্লেখ করে তারা।

পোস্টে তারা জানায়, ‘প্রথম বাংলাদেশি হিসেবে জিদান মিয়াকে লা লিগায় চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়েকানোর অ্যাকাডেমি আবাসিকে ২ মাস ছিল জিদান। সেখান থেকে ট্রায়ালে সুযোগ পায়। ট্রায়াল থেকে নির্বাচিত হয়। রায়ো ভায়েকানোর পরিচালককে ধন্যবাদ।’


মরিস পানেইলো নামের এক ফুটবল এজেন্ট মূলত জিদানের চুক্তির বিষয়ে কাজ করেছেন।

জিদান ২০০১ সালের ৭ই মার্চ লন্ডনে জন্মগ্রহণ করেন। তার ফুটবলের হাতেখড়ি ডেভিড বেকহ্যামের অ্যাকাডেমিতে। সেখানে দুই বছর প্রশিক্ষণ নেয়ার পর জিদান খেলেছেন বেশ কয়েকটি যুবদলে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video