রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৭ আশ্বিন ১৪৩১
#
খেলা খেলা

বড় চমক রেখে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা টাইগারদের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২৩ এপ্রিল ০৯, ০৫:০৩ অপরাহ্ন
#
অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: বিসিবি

আগামী মে মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফরকে সামনে রেখে বড় চমক রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৯ এপ্রিল) বিসিবির ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের। ইনজুরির কারণে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার মুত্যুঞ্জয় চৌধুরী।

এর আগে গত ১৭ মার্চ আইরিশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি নির্ধারণ করে। ৫০ ওভারের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৯ মে। দুদিন বিরতি দিয়ে ১২ মে দ্বিতীয় ম্যাচ এবং ১৪ মে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত এ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।
 
আইসিসির আগামী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করতে এ সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ আয়ারল্যান্ডের জন্য। বাংলাদেশ অবশ্য আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত বিশ্বকাপের টিকিট।

 বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video