নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : বুধবার, ২০২১ এপ্রিল ১৪, ০৬:০১ অপরাহ্ন
#
নেপালে ক’দিন আগেই ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলে এসেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল।
ছেলেদের ফুটবলের ধারাবাহিকতায় এবার হিমালয়ের দেশটিতে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। করোনার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে আছে মারিয়া, সানজিদারা। ফলে র্যাংকিং থেকেও ছিটকে পড়ে বাংলাদেশের ফুটবল কন্যারা।
নারী ফুটবলারদের নিয়ে সেপ্টেম্বরে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করবে নেপাল। স্বাগতিক নেপালের সঙ্গে আসরের অন্য দুই দল বাংলাদেশ ও কিরগিস্তান।
এ বিষয়ে বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণ বলেন, ছেলেদের টুর্নামেন্ট চলার সময় আমরা নেপালের ফুটবল ফেডারেশনের সভাপতিকে প্রস্তাব দিয়েছিলাম। তিনি আমাদের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। সবকিছু ঠিক হয়ে গেছে। আশা করছি এ আসরে অংশ নিয়ে মেয়েরা আবারো র্যাংকিংয়ে ফিরতে পারবে।
এদিকে, দেশে চলমান লকডাউনেও নারী ফুটবলারদের অনুশীলন ক্যাম্প চালু রাখবে বাফুফে। সংক্রমণ এড়াতে বাফুফে ভবনেই হবে অনুশীলন।
এ বিষয়ে মাহফুজা আকতার কিরণ বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে চলছে কঠোর লকডাউন। তবে, এই লকডাউনেও চলবে নারী ফুটবলারদের ক্যাম্প। উপায় নেই বাইরে যাওয়ার।
বাফুফের আর্টিফিশিয়াল টার্ফেই হবে অনুশীলন।
মন্তব্য করুন