অ্যাস্টন ভিলাকে হারালেই প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে নেবে ম্যানচেস্টার সিটি। তবে তা না হলে? সিটিজেনদের হার অথবা ড্র আর সে সঙ্গে উলভসকে হারাতে পারলেই বাজিমাত লিভারপুলের। পেপ গার্দিওলাকে খালি হাতে বিদায় করে কোয়াড্রপল স্বপ্নের দিকে আরো একধাপ এগোবে ইয়ুর্গেন ক্লপ। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষদিনে অপেক্ষা করছে এমনই রোমাঞ্চ। এই দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৯ টায়।
এক হোঁচটেই লিভারপুলের শিরোপা স্বপ্ন চুরমার! স্টিভেন জেরার্ডের সে হোঁচট নিয়ে কত তামাশা, কত মশকরা! যা হয়তো এখনো পোড়ায় ইংলিশ মিডফিল্ডারকে। ১৭ বছর ধরে লাল জার্সিটা গায়ে জড়ালেও, উঁচিয়ে ধরার সুযোগটা হয়নি লিগ শিরোপা। খেলোয়াড় জীবনী পার করে, তা হয়তো এবার পারবেন অন্য দলের কোচ হয়ে।
শিরোপা আর ম্যানচেস্টার সিটির মধ্যে ব্যবধান কেবল এখন জেরার্ডের অ্যাস্টন ভিলা। এক জয় পেলেই, শেষ ১১ মৌসুমে ষষ্ঠবারের মতো ইংল্যান্ড সেরা হবে সিটিজেনরা। আর পেপ গার্দিওলার দলকে রুখে দিতে পারলেই, শিরোপা বগলদাবার সুযোগ হবে লিভারপুলের।
তবে প্রতিপক্ষকে সে সুযোগ দিতে চাচ্ছে না সিটি। লিগের শেষ ম্যাচকে সামনে রেখে পূর্ণ প্রস্তুতিতে মন তাদের। সবশেষ ম্যাচে পয়েন্ট খোয়ানোয়, সে মনোযোগ যেন তীব্র হয়েছে আরও বেশি। অন্যদিকে লিভারপুলের জন্য কেবল কাজটা সহজ করে দিতে পারে অ্যাস্টন ভিলা। বাকিটা অবশ্য নিজেদেরই করতে হবে। সিটি পয়েন্ট খোয়ালে, অলরেডদের হারাতে হবে উলভসকে। অবশ্য পরিসংখ্যান বলছে, সে কাজটা সহজই হবে ক্লপের জন্য।
সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘রোববারে যাই ঘটুক, আমি এটা ভুলবো না যে, আমার ছেলেরা এ মৌসুমে দুর্দান্ত খেলেছে। যাত্রাটা উপভোগ করো- আমরা সবসময় এমনটাই বলি। কারণ আমরা জানি না, ভবিষ্যতে কী রয়েছে। তাই এটা উপভোগ করাটাই শ্রেয়। আর আমরা সত্যিই এতদিন এটাই করেছি।’
জার্মান কোচের অধীনে শেষ ম্যাচ ডে তে বরাবরই দুর্দান্ত লিভারপুল। ছয় মৌসুমের পাঁচটিতে জিতেছে, একটি মাত্র ড্র। আর এনফিল্ডে তো রীতিমতো ভয়ংকর। এ মাঠে ১৯ ম্যাচের ১৭টিতেই হেরেছে উলভস।
সিটি না লিভারপুল- সে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা, প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ ডেতে। তবে যেই জিতুক, নিঃসন্দেহে, এমন লড়াই তৃপ্তি জোগাচ্ছে ফুটবলপ্রেমীদের চোখে।
মন্তব্য করুন