শুক্রবার, ২০২৫ এপ্রিল ২৫, ১২ বৈশাখ ১৪৩২
#
খেলা খেলা

মাহমুদুল-তৌহিদের ব্যাটে চড়ে সিরিজ জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ মার্চ ১২, ০৪:১১ অপরাহ্ন
#
মাহমুদুল হাসান জয় এবং তৌহিদ হৃদয়ের ব্যাটিং নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতেও জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ওয়ানডে স্থগিত হওয়ার পর পরের দুটি ম্যাচে জয় পায় বাংলাদেশ ইমার্জিং দল। ফলে সিরিজে টিকে থাকতে এই ম্যাচটি ছিল আয়ারল্যান্ডের জন্য ডু অর ডাই ম্যাচ। তবে এ ম্যাচেও জয়ের দেখা পায়নি আয়ারল্যান্ড উলভস। আগে ব্যাট করে সুমন খানের বোলিং নৈপুণ্যে ১৮২ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড উলভস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলীয় ৮ রানে পিটার চেজের বলে বোল্ড আউট হন তানজিদ হাসান তামিম। পুরো সিরিজেই নিষ্প্রভ ছিল তামিমের ব্যাট। এই ম্যাচে বড় স্কোরের দেখা পাননি ইয়াসির আলীও। পাঁচ বলে দুই রান করে চেজের বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। দ্রুত ২ উইকেটের পতন হলে বাংলাদেশের হাল ধরেন দারুণ ফর্মে থাকা তৌহিদ হৃদয় এবং মাহমুদুল হাসান জয়। টার্গেট বড় না হওয়াতে দুজনেই দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন হোয়াইট, প্রিটোরিয়াস, এডাইরা ঘুরে-ফিরে বোলিং করলেও উইকেট ফেলতে ব্যর্থ হন তারা। ফলে দুই ব্যাটসম্যাই দেখা পান ফিফটির। সেই সাথে জয়ের দিকেও এগোতে থাকে বাংলাদেশ। দল যত জয়ের দিকে এগোচ্ছিল ততই সেঞ্চুরির দিকে এগোচ্ছিল ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান- জয় এবং তৌহিদ। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় দুই ব্যাটসম্যানকে। ৪২তম ওভারের তৃতীয় বলে হ্যারি টেক্টরকে ‘চার’ মেরে দলকে সিরিজ জেতান মাহমুদুল হাসান জয়। ১৩৫ বলে ৮০ রান করে অপরাজিত ছিলেন মাহমুদুল হাসান এবং ৯৭ বলে ৮৮ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তৌহিদ হৃদয়। এর আগে ব্যাট করতে নেমে মার্ক এডায়ের ৪০, প্রিটোরিয়াসের ৩৫ এবং গ্রাহাম হুমের ২৯ রানের সুবাধে ১৮২ রান করে আয়ারল্যান্ড উলভস। বাংলাদেশের হয়ে সুমন বাদে দুটি করে উইকেট লাভ করেন মুগ্ধ, রাকিবুল ও সাইফ হাসান। সংক্ষিপ্ত স্কোরঃ আয়ারল্যান্ড উলভস ১৮২ (ওভার ৪৬.২) এডায়ের ৪০, প্রিটোরিয়াস ৩৫: সুমন ৪-৩১ বাংলাদেশ ১৮৬-২ (ওভার ৪১.৩) তৌহিদ ৮৮*, মাহমুদুল ৮০*: চেজ ২-২৯
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video