শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
খেলা খেলা

রোনালদোকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে য়্যুভেন্তাস

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মে ২৪, ১২:৫৩ অপরাহ্ন
#
সিরি আ'র শেষ দিনে ভাগ্য খুলেছে য়্যুভেন্তাসের। বোলোনিয়াকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়েছে পিরলোর দল। শেষ দিনে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে এসি মিলানও। আটালান্টাকে ২-০ গোলে হারিয়েছে তারা। তবে হেল্লাস ভেরোনার সঙ্গে ড্র করে পথ হারিয়েছে নাপোলি। পাঁচ নম্বরে থেকে লিগ শেষ করেছে তারা। মিলানের মাঠে ট্রফি উৎসব। লিগতো অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু শেষ দিনের আনুষ্ঠানিকতা। উদিনেসের বিপক্ষে ৫-১ গোলের রাজসিক জয়েই শিরোপার উল্লাসে মেতেছে অ্যান্তোনিও কন্তে বাহিনী। শেষটায় কোচকে আনন্দে ভাসিয়েছেন অ্যাশলে ইয়ং, ক্রিস্টিয়ান এরিকসেন, মার্টিনেজ, পেরিসিচ ও রোমেউ লুকাকু। শিরোপা ঘরে নিয়ে গেলেও শেষ দিনেও ইন্টার তারকাদের গোলের ক্ষুধা মন ভরিয়েছে সমর্থকদের। স্তাদে গুইসেপ্পে মেজ্জায় যখন ইন্টার মিলানের রাজকীয় উদযাপন, তখন বোলোনিয়ার মাঠে রাজ্যের চিন্তা ভর করেছে য়্যুভেন্তাস কোচ আন্দ্রে পিরলোকে। কারণ চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে হলে শেষ ম্যাচে বোলোনিয়াকে হারানোর পাশাপাশি নাপোলির হোঁচট খাওয়াও প্রয়োজন ছিল য়্যুভেন্তাসের। সুতোর ওপরই ঝুলছিল টানা ৯ বারের সিরি আ চ্যাম্পিয়নদের ভাগ্য। বোলোনিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই তাই আগ্রাসী হয়ে লড়েছে ওল্ড লেডিরা। ম্যাচের ৬ মিনিটেই চিয়েসার গোলে লিড নেয় পিরলোর দল। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখেই এদিন একাদশ সাজিয়েছিলেন পিরলো। তবে পর্তুগিজ তারকার শূন্যতা মোটেও অনুভব করেননি সমর্থকরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে আদ্রিও  বিও গোল করে ৩-০ তে এগিয়ে দেন য়্যুভেন্তাসকে। ২ মিনিট পর আবারো ঝলক দেখান মোরাতা। চার গোলে পিছিয়ে পড়ে হুঁশ ফেরে বোলোনিয়ার। ৮৫ মিনিটে ওরসোলিনি দলের হয়ে একটি গোল শোধ করেছেন। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় য়্যুভেন্তাস। তবে জয়েই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হয়নি য়্যুভেন্তাসের। আরেক ম্যাচে এগিয়ে থেকেও হেল্লাস ভেরোনার সঙ্গে ড্র করেছে নাপোলি। আর তাতেই শীর্ষ চারের থেকে লিগ করতে পেরেছে য়্যুভেন্তাস। এদিকে শেষ ম্যাচে আটালান্টাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়েছে এসি মিলানও। ম্যাচে পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন ফ্রাঙ্ক কেসি।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video